আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সময়সূচি, দল, গ্রুপ সকল কিছু প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আপনারা সবাই জানেন ICC U19 World Cup কে যুব বিশ্বকাপ বলা হয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতার মতো সুখকর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। তাই আবারও যুব বিশ্বকাপকে সামনে রেখে আশার প্রদীপ জ্বালাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা।
আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ সময়সূচি দল গ্রুপ ভেন্যু সকল কিছু নিয়ে আজকের পোস্টে আমরা আলোচনা করব। তাই আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে সম্পূর্ণ পোস্টি মনোযোগ সহকারে পড়ুন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০২০ ফাইনাল
ICC u19 world cup 2020 Final ম্যাচ সম্পর্কে অনেকেই জানতে চান। কারণ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০২০ ফাইনাল ম্যাচ খেলেছিল বাংলাদেশ এবং ভারত। ২০২০ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ভারত ১৭৭ রান করে। বাংলাদেশ দল ১৭৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) ২১ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌছে যায়। বাংলাদেশ প্রথম বারের মতো আইসিসি অনূর্ধ্ব ১৯ কড়িকেট বিশ্বকাপ জিতে।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪
2024 ICC Under-19 Men’s Cricket World Cup অনূর্ধ্ব ১৯ দলের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। প্রতি দুই বছর পরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আসর হয়। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ আসে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেট চলাকালে সর্বমোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে একনজরে সংক্ষিপ্ত আকারে দেখে নিন আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ সম্পর্কে।
সময়সূচি | ১৩ জানুয়ারি – ৪ ফেব্রুয়ারি ২০২৪ |
---|---|
নিয়ন্ত্রণকারী সংস্থা | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেট ফরম্যাট | ওয়ানডে ইন্টারন্যাশনাল |
টুর্নামেন্ট ফরম্যাট | রাউন্ড রবিন এবং নক আউট |
আয়োজক | শ্রীলঙ্কা |
অংশগ্রহণকারী দল | ১৬ |
ম্যাশ | ৪১ |
অফিশিয়াল ওয়েবসাইট | https://www.icc-cricket.com/u19-world-cup |
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ দল
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ আসরে ১৬ টি দল অংশগ্রহণ করবে। এরিমধ্যে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর অংশগ্রহণকারী দলগুলোর তালিকা প্রকাশ করেছে আইসিসি। নিচে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ দলের তালিকা দেওয়া হলো।
বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নামিবিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। মূলত এই দলগুলো ২০২৪ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ গ্রুপ
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এ অংশগ্রহণ করা দলগুলোকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে দলগুলোর গ্রুপ ভিত্তিক তালিকা দেওয়া হলো।
Group A: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র।
Group B: স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ।
Group C: জিম্বাবুয়ে, নামিবিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া।
Group D: পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ ভেন্যু
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ আসর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এই আসর আয়োজন করলে ৩ টি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করার স্বাগতিকের কাতারে চলে যাবে শ্রীলঙ্কা। তার আগে ২০০০ সাল এবং ২০০৬ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল শ্রীলঙ্কা। ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজনে সকল প্রস্তুতি গ্রহণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার মোট ৫ টি ভেন্যুতে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে ভেন্যু গুলোর তালিকা দেওয়া হলো,
- Nondescripts Cricket Club
- P. Sara Oval. Colombo
- Colombo Cricket Club
- R. Premadasa International Cricket Stadium
- Singhalese Sports Club
এই ভেন্যু গুলোতে সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ সময়সূচি
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ আসর আগামী ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। নিচে সবগুলো ম্যাচের সময়সূচি দেওয়া হলো।
১৩ জানুয়ারি: শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১৩ জানুয়ারি: নেপাল বনাম নিউজিল্যান্ড, পি সারা ওভাল।
১৩ জানুয়ারি: স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড,কলম্বো ক্রিকেট ক্লাব।
১৪ জানুয়ারি: ভারত বনাম বাংলাদেশ, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
১৪ জানুয়ারি: নামিবিয়া বনাম অস্ট্রেলিয়া, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১৪ জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, পি. সারা ওভাল।
১৫ জানুয়ারি: পাকিস্তান বনাম আফগানিস্তান, কলম্বো ক্রিকেট ক্লাব।
১৫ জানুয়ারি: আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র,সিংগালিজ স্পোর্টস ক্লাব।
১৬ জানুয়ারি: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো ক্রিকেট ক্লাব।
১৬ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
১৭ জানুয়ারি: নেপাল বনাম পাকিস্তান, পি. সারা ওভাল।
১৭ জানুয়ারী: স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলম্বো ক্রিকেট ক্লাব।
১৭ জানুয়ারি: জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
১৮ জানুয়ারি: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
১৮ জানুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, পি. সারা ওভাল।
১৮ জানুয়ারি: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১৯ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
১৯ জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
২০ জানুয়ারি : আয়ারল্যান্ড বনাম ভারত, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২০ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম স্কটল্যান্ড, কলম্বো ক্রিকেট ক্লাব।
২০ জানুয়ারি: নেপাল বনাম আফগানিস্তান, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
২১ জানুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
২১ জানুয়ারি: নামিবিয়া বনাম শ্রীলঙ্কা, পি. সারা ওভাল।
২১ জানুয়ারি: যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ, কলম্বো ক্রিকেট ক্লাব।
২৩ জানুয়ারি: এ৪ বনাম ডি৪, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
২৩ জানুয়ারি: বি৪ বনাম সি৪, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
২৪ জানুয়ারি: এ১ বনাম ডি২, পি. সারা ওভাল।
২৪ জানুয়ারি: সি২ বনাম বি৩, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২৪ জানুয়ারি: সি১ বনাম বি২, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
২৫ জানুয়ারি: ডি৩ বনাম এ২, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
২৫ জানুয়ারি: সি৩ বনাম বি১, পি সারা ওভাল।
২৫ জানুয়ারি: ডি১ বনাম এ৩, কলম্বো ক্রিকেট ক্লাব।
২৬ জানুয়ারি: বি৩ বনাম সি১, সিংগালিজ স্পোর্টস ক্লাব।
২৭ জানুয়ারি: এ১ বনাম ডি৩, পি. সারা ওভাল।
২৭ জানুয়ারি: ডি২ বনাম এ৩, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২৭ জানুয়ারি: বি১ বনাম সি২, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
২৮ জানুয়ারি: বি২ বনাম সি৩, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২৮ জানুয়ারি: ডি১ বনাম এ২, ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব।
৩০ জানুয়ারি: সেমিফাইনাল১, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১ ফেব্রুয়ারি: সেমিফাইনাল২, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
৪ ফেব্রুয়ারি: ফাইনাল, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।