আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি, স্কোয়াড, Abu Dhabi T10 2023 Schedule

আপনারা আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি, স্কোয়াড, Abu Dhabi T10 2023 Schedule সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ আর মাত্র কিছুদিন তারপর শুরু হতে চলছে আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসর। মূলত চলমান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরের পরপর আবুধাবি টি ১০ লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে আয়োজক কমিটির।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি, স্কোয়াড, Abu Dhabi T10 2023 Schedule
আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি, স্কোয়াড, Abu Dhabi T10 2023 Schedule

আপনার সবাই জানেন Abu Dhabi T10 league হলো ক্রিকেটের সবচেয়ে শর্ট ফরম্যাটের খেলা। মূলত ক্রিকেটকে বাণিজ্যিক ভাবে জনপ্রিয় করে তুলতেই আয়োজন করা হয় আবুধাবি টি১০ লিগের। ২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের এখনো ২০২২ সাল পর্যন্ত ৬ টি আসর খেলা হয়েছে। তবে আজ আমরা আলোচনা করব আগামীতে শুরু হওয়া আবুধাবি টি১০ লিগের ২০২৩ আসরকে নিয়ে। তাই Abu Dhabi T10 League 2023 সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ | Abu Dhabi T10 League 2023

Abu Dhabi T10 League 2023 হলো টি১০ লিগের সপ্তম আসর। মূলত ২০১৭ সালে আবুধাবি টি১০ লিগের যাত্রা শুরু হয়েছিল। বর্তমান সময়ে ক্রিকেটের এই শর্ট ফরম্যাট খুব জনপ্রিয়তা লাভ করছে। মোট ৯০ মিনিটের এই খেলার প্রতি ক্রিকেট প্রেমিদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিচে আবুধাবি টি১০ লিগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো।

আবুধাবি টি১০ লিগ ২০২৩
সময়সূচি ২৮ নভেম্বর – ৯ ডিসেম্বর ২০২৩
নিয়ন্ত্রণকারী সংস্থা আমিরাত ক্রিকেট বোর্ড
ক্রিকেট ফরম্যাট টি১০
টুর্নামেন্ট ফরম্যাট রবিন রাউন্ড এবং প্লেঅফস
আয়োজক সংযুক্ত আরব আমিরাত
অংশগ্রহণকারী দল ৮ টি

আবুধাবি টি১০ লিগ ২০২৩ ভেন্যু

আবুধাবি টি১০ লিগের শুরু থেকেই আয়োজক হিসেবে থাকে আরব আমিরাত। তাই আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসরও বসবে সংযুক্ত আরব আমিরাত। তবে সংযুক্ত আরব আমিরাতে কোন কোন স্টেডিয়ামে আবুধাবি টি১০ লিগ ২০২৩ এর খেলা অনুষ্ঠিত হবে এই সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি। তবে পূর্ণাঙ্গ ম্যাচ সিডিউল প্রকাশ করা হলে আবুধাবি টি১০ লিগ ২০২৩ এর ভেন্যুর মাঠ সম্পর্কে জানা যাবে। তবে ভেন্যু হিসেবে আগের মতো রাখা হতে পারে শেখ জায়েদ স্টেডিয়ামকে, যেটি আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব, খলিফা সিটি, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ দল

আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসরে মোট ৮ দল খেলবে। আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসর রাউন্ড রবিন এবং প্লেঅফস পদ্ধতিতে খেলা হবে। তাই সকল দল সকল দলের সাথে মোকাবিলা করবে। নিচে আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসরে অংশগ্রহণ করা ৮ টি দলের তালিকা দেওয়া হলো,

  • টিম আবুধাবি।
  • বাংলা টাইগার্স।
  • চেন্নাই ব্রেভস।
  • ডেকান গ্ল্যাডিয়েটরস।
  • দিল্লি বুলস।
  • নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।
  • নর্দান ওয়ারিয়র্স।
  • মরিসভিল স্যাম্প আর্মি।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ স্কোয়াড

আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসরকে সামনে রেখে এরিমধ্যে সবগুলো দল তাদের স্কোয়াড গুছানোর কাজ শেষ করে ফেলেছে। নিচে আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসরে অংশগ্রহণ করা দলগুলোর স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলো।

বাংলা টাইগার্স দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, কুশাল মেন্ডিস, ডেনিয়াল শামস, কার্লোস ব্র্যাথওয়েট, ডমিনিক ড্রেকস, রিস টপলে, সাইম আইয়ুব, রোহান মোস্তফা, হায়দার আলী, আব্দুল গাফফার, ইফতেখার আহমেদ, মাথিশা পাথিরানা, মতিউল্লাহ খান, অমর্ত্য কৌল, রাসি ভ্যান ডের ডুসেন, রবিন উথাপ্পা ও আজম খান।

মরিসভিল স্যাম্প আর্মি দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

ফাফ ডু প্লেসিস, জেসন হোল্ডার, ডিওয়াল্ড ব্রেভিস, মঈন আলী, মহেশ থেকশান, তদিওয়ানাশে মরুমণি, পিটার হাটজোগ্লো, মনঙ্ক প্যাটেল, জর্জ গারটন, বাস ডি লিড, আন্দ্রিস গাউস, নাজিবুল্লাহ জাদরান, সালমান ইরশাদ, বাসিল হামিদ, অংশ ট্যান্ডন, মুহাম্মদ ইরফান, ওবুস পিয়ানার ও করিম জানাত।

নর্দান ওয়ারিয়র্স দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেমস নিশাম, কেনার লুইস, অ্যাডাম হোস, জিয়াউর রহমান, রাহুল চোপড়া, রমিজ শাহজাদ, কাউনাইন আব্বাস, শামার জোসেফ, হযরতুল্লাহ জাযাই, কলিন মুনরো, রোমারিও শেফার্ড, মোহাম্মদ হাসনাইন, তাবরেজ শামসি, অঙ্কুর সাংওয়ান, অভিমন্যু মিঠুন ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দিল্লি বুলস দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

কুইন্টন ডি কক, দুনিথ উইলেনঙ্গা, মুহাম্মদ রোহিদ খান, ওয়াসিম আকরাম, আলী আবিদ, সুফিয়ান মুকিম, রোভম্যান পাওয়েল, ডোয়াইন ব্রাভো, নবীন উল হক, রিলি রোসোউ, ফজলহক ফারুকী, জেমস ভিন্স, উসমান খান, রিচার্ড গ্লিসন, জনসন চার্লস, উসামা মীর, আব্বাস আফ্রিদি, আম্বাতি রায়ডু।

ডেকান গ্ল্যাডিয়েটর্স দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট, আন্দ্রে রাসেল, জহুর খান, মোহাম্মদ জাহিদ, নভ পাবরেজা, খাজা নাফায়ে, ডেভিড উইজ, নুয়ান থুশারা, ইমাদ ওয়াসিম, শেরফেন রাদারফোর্ড, টম কোহলার-ক্যাডমোর, ফ্যাবিয়ান অ্যালেন, জো ক্লার্ক, জোশ লিটল, জহির খান, ওয়াকার সালামখাইল।

নিউ ইয়র্ক স্ট্রাইকার্স দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

কাইরন পোলার্ড, সুনীল নারিন, মোহাম্মদ আমির, রহমানুল্লাহ গুরবাজ, আকিল হোসেন, ওডিয়ান স্মিথ, মোহাম্মদ হারিস
লাহিরু কুমার, চমিকা করুনারত্নে, উইল জ্যাকস, আলী খান, শোয়েব মালিক, কুশল পেরেরা, মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, সিপি রিজওয়ান, লাসিথ ক্রসপুলে।

চেন্নাই ব্রেভস ২০২৩ দল আবুধাবি টি ১০ লিগ

জেসন রয়, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওবেদ ম্যাককয়, সিকান্দার রাজা, স্যাম কুক, ইমরান তাহির, জর্জ মুন্সি, কোবে হার্ফট, রিচার্ড নাগারভা, জুনায়েদ সিদ্দিক, অয়ন আফজাল খান, বৃত্তি অরবিন্দ, কাই স্মিথ, স্টিফেন এসকিনাজি, হাসান আলী।

টিম আবুধাবি দল ২০২৩ আবুধাবি টি ১০ লিগ

ফিল সল্ট, কাইল মায়ার্স, টাইমাল মিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যালেক্স হেলস, রুম্মান রইস, মোহাম্মদ নওয়াজ, দিলশান মাদুশঙ্কা, নুর আহমদ, কিমো পল, কলিন ইনগ্রাম, আসিফ খান, আলিশান শরাফু, ইথান ডি’সুজা।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি

আবুধাবি টি১০ লিগ ২০২৩ আসর আগামী ২৮ নভেম্বর পর্দা উঠবে। আবুধাবি টি১০ লিগ ২০২৩ এর পর্দা নামবে আগামী ৯ ডিসেম্বর। তবে এখনো পর্যন্ত Abu Dhabi T10 2023 Schedule প্রকাশিত হয়নি।

আবুধাবি টি১০ লিগ ২০২৩ সময়সূচি প্রকাশিত হওয়া মাত্র এই পোস্টের মাধ্যমে আপডেট জানানো হবে।

Leave a Comment