ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ২০২৩ সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই। আপনারা সবাই জাননে মাত্র কয়েক দিন আগে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়। বিশ্বকাপ শেষ হওয়ার পরপর ভারতের মাঠিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার মধ্যকার টি টোয়েন্টি সিরিজ।
india vs australia t20 series 2023 schedule অনুযায়ী অস্ট্রেলিয়া এই সফরে ইন্ডিয়ার বিপক্ষে মোট ৫ টি টোয়েন্টি ম্যাচ খেলবে সবগুলো ম্যাচ ভারতের মাঠিতে অনুষ্ঠিত হবে। নিচে india vs australia t20 series 2023 schedule সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ২০২৩
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ২০২৩ সময়সূচি নিচে দেওয়া হলো। এখানে সবগুলো ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী দেওয়া হলো।
- ২৩ নভেম্বর ২০২৩, সময় ৭:৩০ পিএম
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ১ম টি টোয়েন্টি
ACA-VDCA Cricket Stadium। - ২৬ নভেম্বর ২০২৩, সময় ৭:৩০ পিএম
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ২য় টি টোয়েন্টি
Greenfield Stadium। - ২৮ নভেম্বর ২০২৩, সময় ৭:৩০ পিএম
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ৩য় টি টোয়েন্টি
Barsapara Stadium। - ১ ডিসেম্বর ২০২৩, সময় ৭:৩০ পিএম
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ৪র্থ টি টোয়েন্টি
Shaheed Veer Narayan Singh International Cricket Stadium, Raipur। - ৩ ডিসেম্বর ২০২৩, সময় ৭:৩০ পিএম
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া, ৫ম টি টোয়েন্টি
M. Chinnaswamy Stadium।
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ ২০২৩ ভেন্যু
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ ভারতের হোম ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ার মোট ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এই সিরিজে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দল ৫ টি টোয়েন্টি ম্যাচ খেলবে। নিচে যে সকল স্টেডিয়ামে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে তার তালিকা দেওয়া হলো,
- ACA-VDCA Cricket Stadium
- M. Chinnaswamy Stadium
- Shaheed Veer Narayan Singh International Cricket Stadium, Raipur
- Barsapara Stadium
- Greenfield Stadium
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ ২০২৩ লাইভ
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজের সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে Star sports network এর টিভি চ্যানেলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেকগুলো দেশ থেকে লাইভ দেখা যাবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ স্টার স্পোর্টস এর পর্দায়। তাছাড়া অনলাইনে Hd Streamz, Rts tv app এর মাধ্যমেও খেলা দেখা যাবে।
ভারতের ওটিটি প্লাটফর্ম ডিজনি + হস্টারে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ লাইভ দেখা যাবে।
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি পরিসংখ্যান হেড টু হেড
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার হেড টু হেড পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচে ২৬ বার মুখোমুখি হয়েছে
যার মধ্যে ভারতের জয় ১৫ ম্যাচে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জয় ১০ ম্যাচে বাকি ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সর্বশেষ ৫ টি টোয়েন্টি ম্যাচের ফলাফলে ভারতের জয় ৪ ম্যাচ অন্যদিকে অস্ট্রেলিয়ার জয় ১ মাচে। তাই দেখা যায় টি টোয়েন্টিতে হেড টু হেড দেখায় অস্ট্রেলিয়া থেকে এগিয়ে রয়েছে ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া স্কোয়াড টি টোয়েন্টি সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজের জন্য ইন্ডিয়া টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নিচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ২০২৩ এ ভারতের স্কোয়াড দেওয়া হলো,
সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, উমর মালিক, শুভনম গিল, মুকেশ কুমার, আর্শদ্বিপ সিং, জয়সয়াল, ঋতুরাজ, রাবি বিশ্ন, তিলক র্ভামা, কুলদীপ যাদব, সাই কিশোর, কৃষ্ণনা, অস্কার প্যেটেল, ইশান কৃষাণ, সানজু স্যামসন, ওশিংটন সুন্দর ও শিভাম।
ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড টি টোয়েন্টি সিরিজ
ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। নিচে অস্ট্রেলিয়া স্কোয়াড সম্পর্কে আলোচনা করা হলো।
ম্যাথু ওয়েড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার , জেসন বেহরেনডর্ফ, মার্কাস স্টয়নিস, ট্র্যাভিস হেড, শন অ্যাবট,
ম্যাট শর্ট, আদম জামপা, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইংলিশ, তানভীর সংঘ ও নাথান এলিস।