কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি

আপনারা অনেকেই আমাদের কাছে কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি, 2024 Copa América Schedule সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো কোপা আমেরিকা। বর্তমানে প্রতি ৪ বছর অন্তর অন্তর Copa América অনুষ্ঠিত হচ্ছে। ২০০৭ সালের আগে কোপা আমেরিকা ৩ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হতো। ফুটবল বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ লড়াই হলো কোপা আমেরিকা।

কোপা আমেরিকা ২০২৪
কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি, লাইভ

Copa América 2024 এর নতুন আসর সামনে আসছে। এরিমধ্যে কোপা আমেরিকা ২০২৪ আয়োজনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে আয়োজকরা। আজ আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার লড়াই কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি নিয়ে। তাই Copa América 2024 Schedule সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

কোপা আমেরিকা কি? What is Copa Copa América

Copa América হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোকে নিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই। ফিফা ফুটবল বিশ্বকাপের পর Copa América ঐ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। কোপা আমেরিকা বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতার একটি। ১৯১৬ সালে কোপা আমেরিকা যাত্রা শুরু হয়েছিল। ১৯১৬ সালে কোপা আমেরিকা প্রতিযোগিতাটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে শুরু হয় তারপর ১৯৭৫ সালে নাম পরিবর্তন করে কোপা আমেরিকা রাখা হয়। নিচে সংক্ষিপ্ত আকারে কোপা আমেরিকা সম্পর্কে ধারণা দেওয়া হলো।

কোপা আমেরিকা 
নিয়ন্ত্রণকারী সংস্থা কনমেবল
 প্রতিষ্ঠা ১৯১৬
অঞ্চল দক্ষিণ আমেরিকা
অংশগ্রহণকারী দল ১৬ টি (২০২৪ আসর অনুযায়ী)
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১৫তম)
অফিশিয়াল ওয়েবসাইট copaamerica.com

কোপা আমেরিকা কত বছর পর পর হয়

Copa America আসর প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। তবে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোপা আমেরিকা প্রতিযোগিতাটি প্রতি ৩ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছিল। বর্তমানে কোপা আমেরিকা ৪ বছর অন্তর অন্তর হয়। কোপা আমেরিকা ফুটবলের প্রচীন প্রতিযোগিতার একটি।

কোপা আমেরিকা ২০২৪, Copa America 2024

কোপা আমেরিকার ৪৮ তম আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বারের মতো ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে এর আগে ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কোপা আমেরিকার আয়োজন করেছিল। নিচে কোপা আমেরিকা ২০২৪ সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়া হলো।

কোপা আমেরিকা ২০২৪ আসর
আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র
সময়সূচি ২০ জুন – ১৪ জুলাই
দল ১৬ টি
ভেন্যু টিবিএ

কোপা আমেরিকা ২০২৪ দল

কোপা আমেরিকা ২০২৪ আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। যারমধ্যে ১০ টি সিলেক্ট করা আছে বাকি ৬ টি দলকে বাছাইপর্ব খেলে কোপা আমেরিকা ২০২৪ আসরে অংশগ্রহণ করতে হবে। নিচে কোপা আমেরিকা নিশ্চিত করা ১০ টি দলের তালিকা দেওয়া হলো।

ভেনিজুয়েলা, উরুগুয়ে, পেরু, পেরাগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, চিলি, ব্রাজিল, বলিভিয়া ও আর্জেন্টিনা।

এই ১০ টি দল কোপা আমেরিকা ২০২৪ খেলা নিশ্চিত করেছে। ১৬ টি দলের মধ্যে বাকি ৬ টি বাছাইপর্ব খেলে কোপা আমেরিকা ২০২৪ এর মূল আসরে অংশগ্রহণ করবে।

কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ

কোপা আমেরিকা ২০২৪ আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলো কোপা আমেরিকা ২০২৪ আসরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে। তবে এখনো পর্যন্ত সবগুলো দল সিলেক্ট না হওয়ায় গ্রুপ তালিকার আপডেট দেওয়া যাচ্ছে না। তাই কোপা আমেরিকা ২০২৪ ভেন্যু তালিকা আপডেট করা হলে এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কোপা আমেরিকা ২০২৪ ভেন্যু

কোপা আমেরিকার ৪৮ তম আসর ২০২৪ কোপা আমেরিকা আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার আয়োজক ছিল। তবে ২০২৪ কোপা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন মাঠে কোপা আমেরিকা ২০২৪ এর ম্যাচ অনুষ্ঠিত হবে এই সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। তাই কোপা আমেরিকা ২০২৪ যুক্তরাষ্ট্রের কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সম্পর্কে বিস্তারিত আপডেট পরবর্তীতে জানানো হবে।

কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি

2024 Copa América আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। কোপা আমেরিকা ২০২৪ আসরে সবগুলো ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠিতে অনুষ্ঠিত হবে।

তবে এখনো পর্যন্ত কোপা আমেরিকা ২০২৪ আসরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়নি। কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি প্রকাশিত হলে এই পোস্টের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে।

কোপা আমেরিকা ২০২৪ লাইভ

কোপা আমেরিকা ২০২৪ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি লাইভ দেখা যাবে। আপনি চাইলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কোপা আমেরিকা ২০২৪ এর খেলা লাইভ দেখতে পারবেন। যেমন টেলিভিশন, কম্পিউটার, ট্যাব, মোবাইল ইত্যাদি মাধ্যমে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখা যাবে। নিচে এই সকল মাধ্যমে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

মোবাইল কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার উপায়

আপনি যদি চান মোবাইল ফোনের মাধ্যমে Copa America 2024 all match live দেখতে পারবেন। মোবাইলে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার জন্য আপনাকে Google Chrome Browser ব্যবহার করে HD Streamz app অথবা Sportzfy app ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনি সহজেই কোপা আমেরিকা ২০২৪ লাইভ খেলা দেখতে পারবেন।

অনলাইনে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার উপায়

কম্পিউটার, মোবাইল বা ইন্টারনেট একসেস সমৃদ্ধ অন্য যে কোন ডিভাইসে কোপা আমেরিকা ২০২৪ আসরের খেলা লাইভ দেখা যাবে। অনলাইনে বিভিন্ন আইপি টিভির মাধ্যমে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখা যাবে। Bdiptv.net এই সাইটের মাধ্যমে অনলাইনে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখা যাবে। তাছাড়া কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখা যাবে RTs tv অ্যাপ Yacin tv app এর মাধ্যমেও।

টিভিতে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার উপায়

বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলে কোপা আমেরিকা ২০২৪ আসর লাইভ দেখা যাবে। তবে এখনো পর্যন্ত কোপা আমেরিকা ২০২৪ লাইভ টিভি চ্যানেল লিস্ট পূর্ণাঙ্গ আপডেট পাওয়া যায়নি। তাই নিচে এখনো পর্যন্ত যে সকল চ্যানেল কোপা আমেরিকা ২০২৪ আসর লাইভ দেখানোর নিশ্চয়তা পেয়েছে নিচে তার তালিকা দেওয়া হলো।

দেশ টিভি চ্যানেল
অস্ট্রেলিয়া Optus Sport ( অপটস স্পোর্টস)
ব্রাজিল BRAX (বিরেক্স)
কোস্টারিকা Teletica ( টেলিটিকা)
মার্কিন যুক্তরাষ্ট্র Fox Sports (ফক্স স্পোর্টস)
TUDN বা Univision (ইউনিভিশন)

বাংলাদেশে কোপা আমেরিকা ২০২৪ এর খেলা লাইভ দেখাতে পারে টি স্পোর্টস, জিটিভি, ভারতে সনি সিক্স, তবে সম্পূর্ণ আপডেট আসলে আবার পোস্টে আপডেট দেওয়া হবে কোপা আমেরিকা ২০২৪ লাইভ দেখার উপায় সম্পর্কে।

Leave a Comment