বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলার সময়সূচি সম্পর্কে আপনারা সবাই জানতে চান। কারণ সবাই জানেন বর্তমানে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব চলছে। এশিয়া, আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার সকল অঞ্চলে একযোগে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব। মূলত এই বাছাইপর্ব খেলে শেষ পর্যন্ত যে সকল দল টিকে থাকবে তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ আসর।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের খেলা এখনো চলমান। ২০২৩,২০২৪ ও ২০২৫ এই তিন বছর মিলে মূলত সম্পূর্ণ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ব্রাজিল দল এরিমধ্যে অনেকগুলো বাছাইপর্ব ম্যাচ খেলে ফেলেছে। সামনে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ আসরের আরও ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচ গুলো শেষে মূলত মোট পয়েন্ট হিসাব করা হবে। তাই চলুন জেনে নেয়া যাক বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিল দলের খেলার সময়সূচি সম্পর্কে বিস্তারিত।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলার সময়সূচি
তারিখ | ম্যাচ ডিটেইল | সময় |
---|---|---|
২২ নভেম্বর ২০২৩ | আর্জেন্টিনা বনাম ব্রাজিল, মারাকানা স্টেডিয়াম, ব্রাজিল | ৬:৩০ এএম |
৬ সেপ্টেম্বর ২০২৪ | ব্রাজিল বনাম ইকুয়েডর | টিবিডি |
১১ সেপ্টেম্বর ২০২৪ | ব্রাজিল বনাম পেরাগুয়ে | টিবিডি |
১১ অক্টোবর ২০২৪ | ব্রাজিল বনাম চিলি | টিবিডি |
১৬ অক্টোবর ২০২৪ | ব্রাজিল বনাম পেরু | টিবিডি |
১৫ নভেম্বর ২০২৪ | ব্রাজিল বনাম ভেনিজুয়েলা | টিবিডি |
২০ নভেম্বর ২০২৪ | ব্রাজিল বনাম উরুগুয়ে | টিবিডি |
২১ মার্চ ২০২৫ | ব্রাজিল বনাম কলোম্বিয়া | টিবিডি |
২৬ মার্চ ২০২৫ | আর্জেন্টিনা বনাম ব্রাজিল | টিবিডি |
৫ জুন ২০২৫ | ইকুয়েডর বনাম ব্রাজিল | টিবিডি |
১০ জুন ২০২৫ | ব্রাজিল বনাম পেরাগুয়ে | টিবিডি |
১০ সেপ্টেম্বর ২০২৫ | ব্রাজিল বনাম চিলি | টিবিডি |
১৫ সেপ্টেম্বর ২০২৫ | ব্রাজিল বনাম বলিভিয়া | টিবিডি |
প্রতিটি ম্যাচের আগে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী ম্যাচ পূর্ববর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।
ব্রাজিলের পরবর্তী খেলা কবে
ব্রাজিলের খেলা কবে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কারণ ব্রাজিল ফুটবল দল শুধুমাত্র ব্রাজিলে না বরং সারা বিশ্বের ফুটবল প্রেমিদের নিকট সমান তালে জনপ্রিয় একটি দল। ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি বিশ্বকাপ ট্রফি জয়ী দল। তাই সবসময় ব্রাজিলের খেলা সম্পর্কে খোঁজ খবর রাখতে দেখা যায় অনেককেই। চলুন তাহলে নিচে থেকে জেনে নেয়া যাক ব্রাজিলের খেলা কবে,
ফুটবল প্রেমিদের জন্য দারুণ খবর ব্রাজিলের আগামী ফুটবল ম্যাচ হলো ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচটি ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সম্পর্কে এখনো আপডেট পাওয়া যায়নি। পাওয়া গেলে বিস্তারিত আপডেট জানানো হবে।
এখন থেকে প্রতিনিয়ত ব্রাজিলের পরবর্তী ম্যাচের আপডেট এই পোস্টের মাধ্যমে দেওয়া হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল দলের স্কোয়াড
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব উপলক্ষে ব্রাজিল দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে রাখা হয়েছিল বর্তমান সময়ের ব্রাজিল দলের অন্যতম সুপারস্টার পোস্টারবয় নেইমার জুনিয়রকে কিন্তু নেইমার ইনজুরিতে পরে এখন দলের বাহিরে রয়েছেন। নিচে ব্রাজিল দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলের স্কোয়াড,
গোলরক্ষক: অ্যালিসনবোকর, এডারসন, বেন্টো।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ইবানেজ, মারকুইনহোস, নিনো, ড্যানিলো, ভ্যান্ডারসন, কাইও হেনরিক, রেনান লোদি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা।
ফরোয়ার্ড: অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রড্রিগো, রিচার্লিসন, ভিনিসিউর জুনিয়র।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলার লাইভ দেখার উপায়
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলার লাই দেখার বিভিন্ন উপায় রয়েছে। আপনি যদি চান আপনার টেলিভিশনে লাইভ দেখতে চান ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা তাহলে আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনি চাইলে বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলা মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমেও লাইভ দেখতে পারবেন।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলা টিভিতে SSC 1 অথবা SSC Extra এই চ্যানেলে লাইভ দেখা যাবে। তাছাড়া মোবাইল বা স্মার্ট টিভিতে ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা দেখা যাবে বিভিন্ন অ্যাপ এবং আইপি টিভির মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে খেলা দেখা যায়।
বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ব্রাজিলের খেলার লাইভ দেখার জন্য সবচেয়ে ভাল অ্যাপ হলো RTS Tv, Hd Streamz ও Sportzfy app তাছাড়া আপনি Yacin tv app এর মাধ্যমেও ব্রাজিল দলের খেলা লাইভ দেখতে পারবেন। প্রতিটি ম্যাচ শুরু আগে এই সমস্ত অ্যাপে লাইভ সম্প্রচারেরে নোটিফিকেশন পেয়ে যাবেন।
শেষ কথা: ফিফা ফুটবল বিশ্বকাপের অন্যতম সেরা এবং সফল দল হলো ব্রাজিল। ব্রাজিল জাতীয় ফুটবল দল এখনো পর্যন্ত পাঁচ বার ফিফা বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছে। তাই সকল ফুটবল প্রেমিরা ব্রাজিলের দিকে আলাদা নজর রাখে হউক না সেটা বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।