মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা

মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে অনেকে জানতে চান। ফিফা মহিলা বিশ্বকাপ মূলত প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। প্রায় ৩২ বছর আগে ফিফা মহিলা বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল। ফিফা মহিলা বিশ্বকাপের সবচেয়ে সফল দল গুলোর মধ্যে অন্যতম সফল দল হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বচ্চো ৪ বার ফিফা মহিলা বিশ্বকাপের শিরোপা জিতে।

মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা

তবে আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে। তাই ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ফিফা মহিলা বিশ্বকাপ

১৯৯১ সাল থেকে যাত্রা শুরু হয় ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের। ১৯৯১ সালের পর থেকে প্রতি চার বছর পরপর নিয়মিত ভাবে ফিফার তত্বাবধানে আয়োজিত হয়ে আসছে ফিফা মহিলা বিশ্বকাপ। ফিফা মহিলা বিশ্বকাপেট প্রতিটি আসরে ৩২ টি করে দল অংশগ্রহণ করে। ফিফার প্রতিটি সদস্য ভুক্ত দেশ ফিফা মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করে। নিচে একনজরে দেখে নিন ফিফা মহিলা বিশ্বকাপ সম্পর্কে,

                   ফিফা মহিলা বিশ্বকাপ
যাত্রা শুরু ১৯৯১
অঞ্চল আন্তর্জাতিক
দলের সংখ্যা ৩২ (২০২৩ থেকে)
 নিয়ন্ত্রণকারী সংস্থা  ফিফা 
সবচেয়ে সফল দল  মার্কিন যুক্তরাষ্ট্র (৪টি শিরোপা)
ওয়েবসাইট https://www.fifa.com

প্রথম মহিলা ফুটবল বিশ্বকাপ জয়ী কোন দেশ?

ফিফা মহিলা বিশ্বকাপের প্রথম আসর ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে চ্যাম্পিয়ন হয় মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা ফুটবল দল। মোট ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল ফিফা মহিলা বিশ্বকাপ ১৯৯১ আসর। ১৯৯১ ফিফা মহিলা বিশ্বকাপ চীনের ৬ টি শহরে অনুষ্ঠিত হয়। তাছাড়া নরওয়ে রানার্সআপ এবং সুইডেন তৃতীয় স্থান অর্জন করে।

মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা

১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবলের মোট ৯ টি আসর অনুষ্ঠিত হয়। যার মধ্যে সবচেয়ে বেশি সফল দল হলো মার্কিন যুক্তরাষ্ট্র। নিচে মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা দেওয়া হলো।

মহিলা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
বছর জয়ী দল রানার্সআপ
২০২৩ স্পেন ইংল্যান্ড
২০১৯ মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস
২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র জাপান
২০১১ জাপান মার্কিন যুক্তরাষ্ট্র
২০০৭ র্জামানি ব্রাজিল
২০০৩ র্জামানি সুইডেন
১৯৯৯ মার্কিন যুক্তরাষ্ট্র চীন
১৯৯৫ নরওয়ে র্জামানি
১৯৯১ মার্কিন যুক্তরাষ্ট্র নরওয়ে

ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার নিয়েছে

FIFA women’s world cup এর নতুন কোন আসর আসলে সবার আগে যেটি সামনে আসে তা হলো ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার নিয়েছে৷ অর্থাৎ, কারা সবচেয়ে বেশি সফল ফিফা মহিলা বিশ্বকাপ আসরে এই নিয়ে নানান ধরনের তর্ক বির্তক আমাদের মধ্যে সবসময় দেখা যায়। তাই আজ আমরা আলোচনা করব ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার নিয়েছে এই সম্পর্কে যাতে করে আপনারা সবাই এই ব্যাপারে পরিষ্কার ধারণা পান।

ফিফা মহিলা বিশ্বকাপের সবচেয়ে সফল দল হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সর্বচ্চো সংখ্যক ফিফা মহিলা বিশ্বকাপ নিয়েছে। ১৯৯১ থেকে সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ৪ বার ফিফা মহিলা বিশ্বকাপের শিরোপা জিতে। ১৯৯১ সালের প্রথম আসর থেকে শুরু করে পরবর্তীতে ১৯৯৯, ২০১৫ ও ২০১৯ সালে ফিফা মহিলা বিশ্বকাপের শিরোপা নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

ফিফা মহিলা বিশ্বকাপে কাপ পাওয়ার তালিকায় দ্বিতীয় চ্যাম্পিয়ন দল হলো র্জামানি। র্জামানি এখনো পর্যন্ত ২ বার ফিফা মহিলা বিশ্বকাপ শিরোপা জয়লাভ করে। ফিফা মহিলা বিশ্বকাপ কাপ নেওয়ার দ্বিতীয় তালিকায় রয়েছে র্জামানি। ২০০৩ ও ২০১৩ সালে ফিফা মহিলা বিশ্বকাপ আসরে চ্যাম্পিয়ন হয় র্জামানি।

তাছাড়া ফিফা মহিলা বিশ্বকাপে স্পেন ২০২৩ সালে নরওয়ে ১৯৯৫ সালে এবং জাপান ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়। নিচে ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার কাপ নিয়েছে তার তালিাক দেওয়া হলো।

ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার কাপ নিয়েছে তালিকা

ফিফা মহিলা বিশ্বকাপ কে কতবার কাপ নিয়েছে তালিকা
ক্রমিক নং সবচেয়ে বেশি জয়ী দল যে সালে চ্যাম্পিয়ন
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯১, ১৯৯৯,২০১৫,২০১৯
র্জামানি ২০০৩, ২০০৭
জাপান ২০১১
নরওয়ে ১৯৯৫
স্পেন ২০২৩

শেষকথা – এই পোস্টের মাধ্যমে ফিফা মহিলা বিশ্বকাপের সকল খুটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন তালিকা তুলে ধরা হলো। তারপরও কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টে রিপ্লে দেওয়ার চেষ্টা করব। ফিফা মহিলা বিশ্বকাপের নতুন কোন আসর শেষ হলে আবারও এই পোস্ট আপডেট করা হবে। তাই ফিফা মহিলা বিশ্বকাপের সর্বশেষ আপডেট জানতে এই পোস্টে চোখ রাখার অনুরোধ রইল।

Leave a Comment