বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট, BPL 2024 Player’s list

Bangladesh Premier League 2024 প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। তাই আপনারা যারা বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট, BPL 2024 Player’s list সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। চলুন বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট সম্পর্কে জেনে নেয়া যাক।

বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট, BPL 2024 Player's list
বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট

কারণ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সব সময় বাংলাদেশের সব বয়সী ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি লিগ। তাই ক্রিকেট প্রেমিরা অনেক অনেক আগ্রহ নিয়ে প্রতি বছর অপেক্ষা করে বিপিএলের আসরের জন্য। সামনে বিপিএল ২০২৪ এর আরো একটি আসর আসছে সাম্প্রতি সময়ে বিপিএল ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে নিচে বিপিএল ২০২৪ আসরের খুটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হলো।

বিপিএল ২০২৪ কবে

বিপিএল ২০২৪ কবে অনেকেই জানতে চান। কারণ বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সাল খুব গুরুত্বপূর্ণ যেহুত জাতীয় নির্বাচন রয়েছে ২০২৪ সালে। তাই অনেকের মনে আসঙ্কা যে সঠিক সময়ে বিপিএল ২০২৪ শুরু হবে কিনা তা নিয়ে।

আপনারা জেনে খুশি হবেন বিপিএল ২০২৪ আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি না নিলেও বিসিবি আপাতত ১০ জানুয়ারিকে সামনে নিয়ে এগোচ্ছে যার ধারাবাহিকতায় বিপিএল ২০২৪ প্লেয়ার্স ড্রাফট শেষ করেছে বিসিবি।

বিপিএল দলের নাম

বিপিএল দলের নাম জানতে চান অনেকেই। কারণ বিপিএলের অনেক দূরাবস্থার কারণে প্রায় প্রতি বছর কোন না কোন নতুন ফ্রেঞ্চাইজি বিপিএল খেলছে। তবে বিপিএল ২০২৪ আসরে মোট ৭ টি দল অংশগ্রহণ করবে। নিচে বিপিএল দলের নাম দেওয়া হলো,

  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
  • রংপুর রাইডার্স।
  • ফরচুন বরিশাল।
  • দুর্দান্ত ঢাকা।
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
  • সিলেট স্টাইকার্স।
  • খুলনা টাইগার্স।

এই ৭ টি দল বিপিএল ২০২৪ এ অংশগ্রহণ করবে।

বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট, BPL 2024 Player’s list

বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে এরিমধ্যে দল গুছানোর কাজ শেষ করেছে বিপিএলে অংশগ্রহণ করা সবগুলো ফ্রেঞ্চাইজি। চলুন একনজরে দেখে নেয়া যাক বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট। নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,

বিপিএল ২০২৪ বরিশাল দল

ড্রাফট থেকে- ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।

রিটেইন- মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, ইব্রাহিম জাদরান।

সরাসরি চুক্তি- তামিম ইকবাল, মোহাম্মদ আমির, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে।

বিপিএল ২০২৪ ঢাকা দল

ড্রাফট থেকে- এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

রিটেইন- শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আরাফাত সানি।

সরাসরি চুক্তি- মোসাদ্দেক হোসেন সৈকত।

বিপিএল ২০২৪ সিলেট দল

ড্রাফট থেকে- দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।

রিটেইন- জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মর্তুজা।

সরাসরি চুক্তি- নাজমুল হোসেন শান্ত।

বিপিএল ২০২৪ কুমিল্লা দল

ড্রাফট থেকে- এনামুল হক, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, মুশফিক হাসান।

রিটেইন- মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।

সরাসরি চুক্তি- জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, তাওহীদ হৃদয়, মইন আলি, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খান।

বিপিএল ২০২৪ রংপুর দল

ড্রাফট থেকে- রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান।

সরাসরি চুক্তি- বাবর আজম, সাকিব আল হাসান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, ব্র্যান্ডন কিং, ইহসানউল্লাহ।

বিপিএল ২০২৪ চট্টগ্রাম দল

ড্রাফট থেকে- সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, কুশাল মেন্ডিস।

রিটেইন- জিয়াউর রহমান, শুভাগত হোম, নিহাদুজ্জামান।

সরাসরি চুক্তি- নাজিবউল্লাহ জাদরান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন।

বিপিএল ২০২৪ খুলনা দল

ড্রাফট থেকে- পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান, আফিফ হোসেন, রুবেল হোসেন।

রিটেইন- নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়।

সরাসরি চুক্তি- এনামুল হক বিজয়, ধনঞ্জয়, এভিন লুইস, ফাহিম আশরাফ।

এই ছিল বিপিএল ২০২৪ খেলা সবগুলো দলের প্লেয়ার লিস্ট।

Leave a Comment