বিপিএল কে কতবার কাপ নিয়েছে, বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল শুরু হওয়া মাত্রই সবার মনে একটা প্রশ্ন উকি দেয় বিপিএল কে কতবার কাপ নিয়েছে অথবা বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪ জানতে চাই। কারণ বিপিএল যেহুত একটি আর্ন্তজাতিক মানের ঘরোয়া টুর্নামেন্ট সেহুত বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়ে জনমনে আগ্রহের কমতি নেই। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করব বিপিএল কে কতবার কাপ নিয়েছে এই সম্পর্কে।

বিপিএল কে কতবার কাপ নিয়েছে, বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪
বিপিএল কে কতবার কাপ নিয়েছে, বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪

তাছাড়া আরো আলোচনা করা হবে বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪ সম্পর্কে। তাই বিপিএল সম্পর্কে a to z জানতে আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

বিপিএল কত সালে শুরু হয়

Bangladesh Premier League BPL যাত্রা শুরু করে ২০১২ সালে। বিপিএলের প্রথম আসর ছিল এটি। ২০১২ বিপিএল ১০ ফেব্রুয়ারি ২০১২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসর বসেছিল। ঢাকা এবং চট্টগ্রামের ভেন্যুতে বিপিএল ২০১২ আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ টিমগুলি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বিভিন্ন সিজনে বিভিন্ন নামে ফ্রেইনঞ্চাইজি খেলেছে। বিপিএলের অনেক দল প্রায় অনিয়মিত ছিল। তাই নির্দিষ্ট করে বিপিএলে দলের তালিকা দেওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ টিমগুলি তালিকা আকারে নিচে দেওয়া হলো।

  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
  • রংপুর রাইডার্স।
  • দুর্দান্ত ঢাকা।
  • খুলনা টাইগার্স।
  • সিলেট স্টাইকার্স।
  • চট্টগ্রাম চ্যালেনঞ্জার্স।
  • ফরচুন বরিশাল।

বিপিএল কে কতবার কাপ নিয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল), ২০১২ থেকে এখনো পর্যন্ত মোট ৮ টি আসর খেলা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৩ বার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের কাপ জিতেছে। কুমিল্লার পরের অবস্থান হলো ঢাকার যদিও ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন ফ্রেইনঞ্চাইজি নামে খেলেছে তবে ঢাকা বিপিএলে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া রাজশাহী রয়্যেলস এবং রংপুর রাইডার্স ১ বার করে বিপিএলের কাপ নিয়েছে। তাই লক্ষ করলে দেখা যায় বিপিএল সবচেয়ে বেশি কতবার কাপ নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ফ্রেনঞ্চাইজি। নিচে বিপিএল কে কতবার কাপ নিয়েছে তার তালিকা দেওয়া হলো।

বিপিএল কে কতবার কাপ নিয়েছে তালিকা

দলের নাম যতোবার জিতেছে জয়ী বছর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫, ২০১৯,২০২২
ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১২,২০১৩
রাজশাহী রয়্যেলস ২০১৯
রংপুর রাইডার্স ২০১৭
ঢাকা ডায়নামাইট ২০১৬

বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪

আপনার সবাই জানেন ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের যাত্রা শুরু হয়। বিপিএলের সর্বশেষ সিজন ছিল ২০২৩ বিপিএল আবার আগামী ২০২৪ সালে বিপিএলের নতুন আরো একটি আসর আসছে। এরিমধ্যে বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটসহ প্রায় সকল ধরণের প্রস্তুতি শেষ করে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ।

বিপিএলের যে কোন আসর আসার আগেই সকল ক্রিকেট প্রেমিদের মনে প্রশ্ন জাগে বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট নিয়ে। তাই নিচে বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট ২০১২-২০২৪ পর্যন্ত আলোচনা করা হলো।

বিপিএল ২০১২ চ্যাম্পিয়ন প্রথম আসর

বিপিএল ২০১২ আসর ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম আসর। অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিপিএল ২০১২ আসর উদ্ভোদন করা হয়। তৎকালীন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপিএল ২০১২ আসরের উদ্ভোদন করেন। মোট ৬ টি দলকে নিয়ে বিপিএল ২০১২ আসরের যাত্রা শুরু হয়। ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং বরিশাল বার্নাস। ঢাকা গ্ল্যাডিয়েটরস ৮ উইকেটে বরিশাল বার্নাসকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতে নেয়।

বিপিএল ২০১৩ চ্যাম্পিয়ন দ্বিতীয় আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০১৩ আসরেও চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং এটি ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের দ্বিতীয় বিপিএল শিরোপা এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। বিপিএলের দ্বিতীয় আসর ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরস চট্টগ্রাম কিংসকে ৪৩ রানে হারায়।

বিপিএল ২০১৫ চ্যাম্পিয়ন তৃতীয় আসর

বিপিএল ২০১৫ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলসের বিপক্ষে ৩ উইকেটে জয় লাভ করে। বিপিএল ২০১৫ আসরে আগে ব্যাট করতে নেমে বরিশাল বুলস ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান করে। জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫৭ রান করে ৭ উইকেটের বিনিময়ে। আর এটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম বিপিএল শিরোপা।

বিপিএল ২০১৬ চ্যাম্পিয়ন চতুর্থ আসর

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের চতুর্থ আসর ২০১৬ সালে অনুষ্ঠিত হয়। বিপিএল ২০১৬ আসরে চ্যাম্পিয়ান হয় ঢাকা ডায়নামাইটস। ফাইনালে তারা রাজশাহী কিংসকে ৫৬ রনে হারায়। এর আগে ঢাকা ফ্রপনঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে খেললেও ২০১৬ সালে নাম পরিবর্তন করে নতুন মালিকানায় বিপিএল খেলতে আসে ঢাকা ডায়নামাইটস।

বিপিএল ২০১৭ চ্যাম্পিয়ন পঞ্চম আসর

বিপিএলের পঞ্চম আসর ২০১৭ সালে আয়োজন করা হয়। বিপিএল ২০১৭ চ্যাম্পিয়ান হয় রংপুর রাইডার্স। বিপিএল ২০১৭ ফাইনালে রংপুর রাইডার্স ঢাকা ডাইনামাইটসকে ৫৭ রানে হারিয়ে বিপিএল ২০১৭ শিরোপা জিতে। রংপুর রাইডার্সের প্রথম বিপিএল শিরোপা ছিল ২০১৭ সালের বিপিএল শিরোপা।

বিপিএল ২০১৯ চ্যাম্পিয়ন ষষ্ঠ আসর

বিপিএল ২০১৯ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এটি ছিল কুমিল্লার দ্বিতীয় বিপিএল শিরোপা। তাছাড়া ২০১৯ বিপিএলে ৭ টি দল অংশগ্রহণ করে। মোট তিনটি ভেন্যুতে সকল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৯ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটসকে হারায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পায় ১৭ রানের।

বিপিএল ২০২০ চ্যাম্পিয়ন সপ্তম আসর

বিপিএলের সপ্তম আসর ২০২০ সালে অনুষ্ঠিত হয়। বিপিএল ২০২০ আসরে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যেলস। রাজশাহী রয়্যেলসের বিপিএল প্রথম শিরোপা ছিল ২০২০ বিপিএল চ্যাম্পিয়ন। ফইনালে রাজশাহী রয়্যেলস খুলনা টাইগার্সকে ২১ রানের ব্যবধানে পরাজিত করে। রাজশাহী আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭০ রান করে জবাবে খুলনা ৮ উইকেটের বিনিময়ে ১৪৮ রান করতে সক্ষম হয় যার ফলে রাজশাহী ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিপিএল ২০২২ চ্যাম্পিয়ন অষ্টম আসর

বিপিএলের অষ্টম আসর হলো ২০২২ বিপিএল আসর। এই আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর এটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৃতীয় বিপিএল শিরোপা। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের বিপক্ষে ১ রানে জয়লাভ করে। তবে ২০২২ বিপিএল ফাইনাল ছিল টানটান উত্তেজনাপূর্ন একটি ম্যাচ।

বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন নবম আসর

বিপিএল ২০২৪ আগামী জানুয়ারি মাসে মাঠে গড়াবে। বিপিএল ২০২৪ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এরিমধ্যে বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করেছে বিসিবি। বিপিএল ২০২৪ আসর খেলা শেষে এই পোস্টের মাধ্যমে বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন তালিকা আপডেট করা হবে।

বিপিএল চ্যাম্পিয়ন তালিকা

বিপিএল জয়ী দলের তালিকা ২০১২ থেকে ২০২২ পর্যন্ত
বছর জয়ীদল
২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটরস
২০১৩ ঢাকা গ্ল্যাডিয়েটরস
২০১৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০১৬ ঢাকা ডায়নামাইট
২০১৭ রংপুর রাইডার্স
২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০২০ রাজশাহী রয়্যেলস
২০২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বি:দ্র: ২০২৪ বিপিএল শেষ হলে এখানে জয়ী দলের তালিকা আপডেট করা হবে।

বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা

বিপিএল ২০১২ থেকে এখনো পর্যন্ত মোট ৮ টি আসর খেলা হয়েছে। এই ৮ আসরে যারা যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই সকল দলের অধিনায়ক করা ছিল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ, বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা নিচে দেওয়া হলো।

বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা,

  • বিপিএল ২০১২ চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
  • বিপিএল ২০১৩ চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
  • বিপিএল ২০১৫ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।
  • বিপিএল ২০১৬ চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।
  • বিপিএল ২০১৭ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
  • বিপিএল ২০১৯ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।
  • বিপিএল ২০২০ চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যেলস অধিনায়ক আন্দ্রে রাসেল।
  • বিপিএল ২০২২ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।
  • বিপিএল ২০২৪ শেষ হলে আপডেট দেওয়া হবে।

Leave a Comment