আর্জেন্টিনা vs brazil সময়সূচি ২০২৩, স্কোয়াড, লাইভ, পরিসংখ্যান, ভেন্যু ইত্যাদি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই পোস্টে আমরা জানব ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা vs brazil সময়সূচি ২০২৩ সম্পর্কে। আপনারা সবাই জানেন বর্তমানে সারা বিশ্বে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বাছাইপর্ব চলছে। ঠিক তার ধারাবাহিকতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলেও চলছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর খেলা।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচে মুখোমুখি হতে চলছে দুই শক্তিশালী আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা vs brazil ম্যাচকে ঘিরা সারা ফুটবল বিশ্বে চলছে অন্যরকম উন্মাদনা। নিচে আর্জেন্টিনা vs brazil সময়সূচি ২০২৩, ভেন্যু, স্কোয়াড, পরিসংখ্যান সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
আর্জেন্টিনা vs Brazil খেলা কবে 2023
আর্জেন্টিনা vs Brazil খেলা কবে 2023? আপনারা সবাই জানতে চান। মূলত ২০২৩ সালের শেষের দিকে মাত্র একটি ম্যাচ বাকি আছে আর্জেন্টিনা vs Brazil এর ম্যাচটি আগামী নভেম্বরে ব্রাজিলের মাঠে অনুষ্ঠিত হবে। এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে বসবে আর্জেন্টিনা vs Brazil লড়াই।
আর্জেন্টিনা vs Brazil ২০২৩ ভেন্যু
আর্জেন্টিনা vs Brazil ২০২৩ ভেন্যু হিসেবে থাকছে ব্রাজিলে বিখ্যাত এস্তাদিও দো মারাকানা স্টেডিয়াম যেটি ব্রাজিলের রিও দি জেনেইরোতে অবস্থিত। এস্তাদিও দো মারাকানা হলো পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামের একটি এই মাঠে পেলে তার ১০০০তম গোল করেন। এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামটি উদ্ভোদন করা হয় ১৯৫০ সালে এই মাঠের ধারণক্ষমতা ৭৮৮৩৮ জন। এই মাঠেই আর্জেন্টিনা vs Brazil ২০২৩ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা vs Brazil পরিসংখ্যান
আর্জেন্টিনা vs Brazil ২০২৩ ম্যাচের আগে Argentina vs Brazil পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায় পরিসংখ্যানের দিক থেকে এই দুই দলের অবস্থান মোটামুটি কাছাকাছি। ব্রাজিল ও আর্জেন্টিনার শেষ পাঁচ দেখায় দুই দলের জয় সমান সমান ২ ম্যাচ করে। বাকি ১ টি ম্যাচ ড্র হয়। তাই এইক্ষেত্রে দুই দলকে পরিসংখানে দিক থেকে সমান ধরা যায়।
অন্যদিকে উভয় দলের শেষ পাঁচটি ম্যাচের রেজাল্ট দেখলে বলা যায় ব্রাজিল থেকে অনেকাংশে এগিয়ে আর্জেন্টিনা। কারণ শেষ ৫ ম্যাচে আর্জেন্টিনার জয় সবগুলো ম্যাচে আর ব্রাজিলের জয় মাত্র ২ টি ম্যাচে। তাই বর্তমান দলীয় পারফর্মেন্স বিবেচনা করলে দেখা যায় ব্রজিল থেকে আর্জেন্টিনা ফেবারিট থাকবে সামনে ম্যাচে।
আর্জেন্টিনা vs Brazil ২০২৩ স্কোয়াড
বিশ্বকাপ কলিফায়ার বা বাছাইপর্ব ২০২৬ কে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দল। নিচে আর্জেন্টিনা vs brazil ২০২৩ ম্যাচে সামনে রেখে দুই দলের সম্পূর্ণ স্কোয়াড দেওয়া হলো।
আর্জেন্টিনা স্কোয়াড ২০২৩ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬
গোলরক্ষক – ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিটেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং জুয়ান মুসো।
ডিফেন্ডার – লুকাস এসকুইভেল, জুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান পেজেলা, রোমেরো, মার্কোস সেনেসি এবং নিকোলাস ট্যাগলিয়াফিকো।
মিডফিল্ডার – থিয়াগো আলমাদা, ফ্যাকুন্ডো বুওনানোটে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগেজ এবং ব্রুনো জাপেলি।
ব্রাজিল স্কোয়াড ২০২৩ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬
গোলরক্ষক – অ্যালিসন, এডারসন, বেন্টো।
ডিফেন্ডার – গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ইবানেজ, মারকুইনহোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, কাইও হেনরিক, রেনান লোদি।
মিডফিল্ডার – আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোলিন্টন, রাফায়েল ভেইগা।
ফরোয়ার্ড – অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রড্রিগো, রিচার্লিসন, ভিনিসিউর জুনিয়র।
আর্জেন্টিনা vs brazil সময়সূচি ২০২৩
আর্জেন্টিনা vs brazil এর মধ্যকার ম্যাচটি আগামী ২২ নভেম্বর ২০২৩ বাংলাদেশ সময় ভোর ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ব্রাজিলের এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ আয়োজনে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাজিল কর্তৃপক্ষ। যেহুত ম্যাচটি ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর অংশ তাই টানটান উত্তেজনাপূর্ন হবে বলে আশা করছে ভক্তরা।
আর্জেন্টিনা vs brazil লাইভ ২০২৩
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা vs brazil সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে। আপনি চাইলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে আর্জেন্টিনা vs brazil এর মধ্যকার ম্যাচটি দেখতে পারবেন। আর্জেন্টিনা vs brazil ম্যাচটি টিভিতে Tyc sports এর চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তাছাড়া বাংলাদেশ ও অনান্য দেশ থেকে sportzfy app অথবা HD Streamz app Download করে আর্জেন্টিনা vs brazil লাইভ উপভোগ করতে পারবেন।
শেষকথা – আর্জেন্টিনা বনাম ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩ এর ম্যাচটির ব্যাপারে সকল কিছু আলোচনা করা হলো। আশা করছি সবাই সুন্দরভাবে সকল কিছু বুঝতে পারছেন তারপরও কেউ না বুঝলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন ধন্যবাদ।