আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule

আপনারা অবগত আছেন আইএল টি টোয়েন্টি লিগ ২০২৪ আসর শুরু হতে চলছে। তাই অনেকেই জানতে চেয়েছেন আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule সম্পর্কে এ জন্য আজ আমরা আলোচনা করব আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule সহ এর সকল খুটিনাটি বিষয় সম্পর্কে। আপনারা সবাই জাননে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের তত্বাবধানে শুরু হয়েছিল International Cricket League যাকে সংক্ষেপে আইএল টি টোয়েন্টি বলা হয়।

আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule
আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule

আই এল টি টোয়েন্টি লিগ প্রথম আসরে দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল কারণ আইসিসির সহযোগী দেশ হয়েও বিশ্বের সকল নামি-দামি খেলোয়াড়দের নিয়ে আরব আমিরাত ILT20 League এর আয়োজন করেছিল। এর ধারাবাহিকতায় আইএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর আগামী ২০২৪ সালে শুরু হতে চলছে নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আইএল টি টোয়েন্টি লিগ, ILT20 League

ILT20 League হলো সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্রেঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের বিপিএল ভারতের আইপিএল কিংবা পাকিস্তানের পিএসএল এগুলোর মতোই ILT20 League। আইএল টি টোয়েন্টি লিগের যাত্রা শুরু হয় ২০২৩ সালে। ৬ টি দলের অংশগ্রহণে আইএল টি টোয়েন্টির প্রথম আসর অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আইএল টি টোয়েন্টি লিগ নিয়ন্ত্রণ করে থাকেন। নিচে আইএল টি টোয়েন্টি লিগের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো।

আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)
প্রথম আসর জানুয়ারি ২০২৩
দল ৬ টি
ফরম্যাট টি টোয়েন্টি
ম্যাচ ৩৪
ভেন্যু
১ম চ্যাম্পিয়ন গলফ জায়ান্ট

আইএল টি টোয়েন্টি ২০২৪

আইএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর আগামী ২০২৪ সালে শুরু হবে। এরিমধ্যে আইএল টি টোয়েন্টি আসরকে সামনে রেখে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। আইএল টি টোয়েন্টি আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে অনেক আগেই। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ আসর সম্পর্কে ধারণা দেওয়া হলো।

ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ ২০২৪
সময়সূচি জানুয়ারি ১৯ – ফেব্রুয়ারি ১৮
নিয়ন্ত্রণকারী সংস্থা আমিরাত ক্রিকেট বোর্ড
ক্রিকেট ফরম্যাট টি-টোয়েন্টি
টুর্নামেন্ট ফরম্যাট ডাবল রাউন্ড ও প্লেঅফস
আয়োজক আরব আমিরাত
দল ৬ টি
ম্যাচ ৩৪
 ওয়েবসাইট www.ilt20.ae

আইএল টি টোয়েন্টি ২০২৪ দল

আই এল টি টোয়েন্টি ২০২৪ আসরে ৬ টি দল অংশগ্রহণ করবে আইএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর ২০২৪ সালের জানুয়ারি শুরু হবে। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো,

  • আবুধাবি নাইট রাইডার্স
  • ডেসার্ট ভাইপার
  • দুবাই ক্যাপিটলস
  • গলফ জায়ান্ট
  • এমআই আমিরাত
  • শারজাহ ওয়ারিয়র্স

এই ৬ টি দল আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরে খেলবে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ দলের মালিক

আইএল টি টোয়েন্টি ২০২৪ অংশগ্রহণ করা দলগুলোর মালিকানায় কারা রয়েছে তা অনেকেই জানতে চান। আসলে আইএল টি টোয়েন্টি লিগের দলগুলোর নামের দিকে খেয়াল করলেই বুঝা যায় এই লিগে আধিপত্য আছে আইপিএলের দল মালিকদের। কারণ আই টি টোয়েন্টি লিগে খেলা দলগুলোর মালিকায় আছেন আইপিএলের অনেক দল। নিচে আইএল টি টোয়েন্টি লিগে খেলা দলগুলোর মালিকানায় কারা আছেন বিস্তারিত আলোচনা করা হলো।

দল মালিক
এমআই আমিরাত আম্বানি গ্রুপ
ডেসার্ট ভাইপার ল্যান্সার ক্যাপিটাল
দুবাই ক্যাপিটলস জিএমআর গ্রুপ
গলফ জায়ান্ট আদানি গ্রুপ
শারজাহ ওয়ারিয়র্স সাপরি গ্লোভাল
আবুধাবি নাইট রাইডার্স শাহরুখ খান

আইএল টি টোয়েন্টি ২০২৪ ভেন্যু

আইএল টি টোয়েন্টি ২০২৪ আসর সংযুক্ত আরব আমিরাতের ৩ টি ভেন্যুতে অনুষ্ঠিত হইবে। এরিমধ্যে আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরকে সামনে রেখে স্টেডিয়াম গুলোকে প্রস্তুত করা হচ্ছে। নিচে ILt20 2024 এর ভেন্যুর তালিকা দেওয়া হলো।

ভেন্যু স্টেডিয়াম ধারণা ক্ষমতা
দুবাই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ২৫০০০
আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ২০০০০
শারজাহ শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ১৬০০০

আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি, ILT20 2024 Schedule

আইএল টি টোয়েন্টি ২০২৪ আসর আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হবে। ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে খেলা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ সময়সূচি দেওয়া হলো।

শুরু ১৯ জানুয়ারি ২০২৪
শেষ ১২ ফেব্রুয়ারি ২০২৪
আয়োজক সংযুক্ত আরব আমিরাত

এখনো পর্যন্ত আইএল টি টোয়েন্টি ২০২৪ আসরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়নি প্রকাশ করা হলে এই পোস্টের মাধ্যমে আপডেট দেওয়া হবে।

আইএল টি টোয়েন্টি ২০২৪ সব দলের স্কোয়াড

আই এল টি টোয়েন্টি ২০২৪ আসরকে সামনে রেখে এরিমধ্যে সবগুলো দল প্লেয়ার ড্রাফটের মাধ্যমে তাদের স্কোয়াড সাজিয়েছে। নিচে আই এল টি টোয়েন্টি ২০২৪ আসরে অংশগ্রহণ করা সবগুলো দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আবুধাবি নাইট রাইডার্স স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

সুনীল নারিন (অধিনায়ক), মতিউল্লাহ খান, মাইকেল মরিচ, রবি বোপারা, সাব্বির আলী, স্যাম হোসেন, আলী খান, আন্দ্রে রাসেল, ব্র্যান্ডন ম্যাকমুলেন, চারিথ আসালাঙ্কা, ডেভিড উইলি, জেক লিন্টট, জো ক্লার্ক, জোশ লিটল, লরিন ইভান্স ও মার্চেন্ট ডি ল্যাঞ্জ।

ডেসার্ট ভাইপার স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

অ্যালেক্স হেলস, অ্যাডাম হোস, আলী নাসির, আজম খান, বাস ডি লিড, কলিন মুনরো, দীনেশ চন্দিনাল, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শেলডন কটরেল, শেরফেন রাদারফোর্ড, টম কুরান, ওয়ানিন্দু হাসরাঙ্গা, লুক উড, মাথিশা পাথিরানা, মাইকেল জোন্স ও রোহান মোস্তফা।

দুবাই ক্যাপিটলস স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

রহমানুল্লাহ গুরবাজ, রাজা আকিফ, রোভম্যান পাওয়েল, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, সাদিরা সামারাবিক্রমা, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, অ্যান্ড্রু টাই, দাসুন শানাকা, ডেভিড ওয়ার্নার, দুষ্মন্ত চামেরা, জো রুট, মার্ক উড, ম্যাক্স হোল্ডেন, মুহাম্মদ মহসিন ও নওয়ান থুশারা।

গলফ জায়ান্ট স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

জেমস ভিন্স (অধিনায়ক), করিম জানাত, মুজিব-উর-রহমান, রেহান আহমদ, রিচার্ড গ্লিসন, সঞ্চিত শর্মা, সৌরভ নেত্রভালকর, শিমরন হেটমায়ার, অয়ন আফজাল খান, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস জর্ডান, ক্রিস লিন, ডমিনিক ড্রেকস, গেরহার্ড ইরাসমাস, জেমি ওভারটন, জেমি স্মিথ ও জর্ডান কক্স।

এমআই আমিরাত স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

ফজলহক ফারুকী, জর্ডান থম্পসন, কুশল পেরেরা, ম্যাকেনি ক্লার্ক, মুহাম্মদ ওয়াসিম, নিকোলাস পুরান, নস্টুশ কেনজিগে, ওডিয়ান স্মিথ, ট্রেন্ট বোল্ট, বিজয়কান্ত বিয়াস্কান্ত, ওয়াকার সালামখাইল, উইল স্মিড, জহুর খান, কাইরন পোলার্ড, আকিল হোসেন, আম্বাতি রায়ডু, আন্দ্রে ফ্লেচার, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল মাউসলি ও ডোয়াইন ব্রাভো।

শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াড ২০২৪ আইএল টি টোয়েন্টি

কুসল মেন্ডিস, লুইস গ্রেগরি, মহেশ থেকশান, মার্ক দেওয়াল, মার্ক ওয়াট, মার্টিন গাপটিল, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, কায়েস আহমদ, টম কোহলার-ক্যাডমোর, ক্রিস সোল, ক্রিস ওকস, ড্যানিয়েল সামস, দিলশান মাদুশঙ্কা, জেমস ফুলার, জো ডেনলি, জনসন চার্লস ও জুনায়েদ সিদ্দিক।

আইএল টি টোয়েন্টি ২০২৪ লাইভ

ILT20 2024 Live কিভাবে দেখবেন তা নিয়ে এখন আলোচনা করব। আপনি চাইলে যে কোন জায়গা থেকে যে কোন সময় আইএল টি টোয়েন্টি ২০২৪ এর সবগুলো ম্যাচ টিভিতে বা অন্য কোন ডিভাইসে লাইভ দেখতে পারবেন। নিচে আইএল টি টোয়েন্টি ২০২৪ যে সকল মাধ্যমে লাইভ দেখা যাবে তার তালিকা দেওয়া হলো।

দেশ টিভি চ্যানেল লিস্ট
ভারত জিটিভি, জিটিভি এইচডি, সনি সিক্স, সনি সিক্স এইচডি
বাংলাদেশ গাজী টেলিভিশন
শ্রীলঙ্কা সনি সিক্স, সনি সিক্স এইচডি, সুপ্রিম টিভি
যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ক্রিকেট
যুক্তরাষ্ট্র উইলো টিভি
পাকিস্তান জিও স্পোর্টস, এ স্পোর্টস
অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস, ট্যাপমেড টিভি, চ্যানেল নাইন
দক্ষিণ আফ্রিকা সুপার স্পোর্টস
মিনা ট্যাপমেড টিভি
ক্যারেভিয়ান ফলো স্পোর্টস
নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড
কানাডা উইলো টিভি
নেপাল সনি সিক্স (সিম টিভি নেপাল, নেট টিভি অ্যাপ)
মালদ্বীপ সনি সিক্স, মিডিয়া নেট

আইএল টি টোয়েন্টি ২০২৪ মোবাইলে লাইভ

আই এল টি টোয়েন্টি ২০২৪ আসরের সবগুলো ম্যাচ মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে ILt20 2024 live দেখতে চান তাহলে এখনই আপনার মোবাইলে নামিয়ে নিন HD Streamz App কারণ এই অ্যাপের মাধ্যমে ILt20 2024 live এর সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে।

তাছাড়া Cricbuzz, ESPNCricinfo এই সকল ওয়েবসাইট থেকে আইএল টি টোয়েন্টি লিগ ২০২৪ আসরের সকল ম্যাচের লাইভ স্কোর দেখা যাবে।

Leave a Comment