বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ সময় সূচি আর্জেন্টিনা খেলা কোন সময় চলুন জেনে নেয়া যাক। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে সারা বিশ্বব্যাপি ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে। এই বাছাইপর্বের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে বাছাইপর্ব খেলছে আর্জেন্টিনা, ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। মূলত বাছাইপর্ব শেষে এই দলগুলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মূল পর্বে অংশগ্রহণ করবে।
বর্তমান বিশ্বের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায় অংশগ্রহণ করছে। নিচে বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ সময় সূচি আর্জেন্টিনা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ সময় সূচি আর্জেন্টিনা
২০২৩, ২০২৪ ও ২০২৫ এই ৩ বছর মিলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হইবে। এরিমধ্যে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর অনেকগুলো ম্যাচ আর্জেন্টিনা খেলে ফেলেছে। নিচে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর যে সকল ম্যাচ বাকি রয়েছে সেই সকল ম্যাচের তালিক দেওয়া হলো। সকল ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী দেওয়া হলো।
বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ সময় সূচি আর্জেন্টিনা দলের ম্যাচ,
- ২২ নভেম্বর ২০২৩, সময় ৬:৩০ এএম
আর্জেন্টিনা বনাম ব্রাজিল - ৫ জুন ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম চিলি - ১০ জুন ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম কলোম্বিয়া - ১০ অক্টোবর ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা - ১৫ অক্টোবর ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম বলিভিয়া - ১৪ নভেম্বর ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে - ১৯ নভেম্বর ২০২৪, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম পেরু - ২০ মার্চ ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে - ২৫ মার্চ ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম ব্রাজিল - ৪ জুন ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম চিলি - ৯ জুন ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম কলোম্বিয়া - ৯ সেপ্টেম্বর ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা - ১৪ সেপ্টেম্বর ২০২৫, সময় টিবিডি
আর্জেন্টিনা বনাম ইকুয়েডর
বি: দ্র: টিবিডি মানে এখনো পর্যন্ত সময় নির্ধারণ করা হয়নি। খেলার সময় নির্ধারণ করা হইলে পরবর্তীতে এই পোস্ট আপডেট করা হবে।
আর্জেন্টিনা খেলা কবে বাংলাদেশ সময়
আর্জেন্টিনা দলের পরবর্তী ম্যাচ কবে বাংলাদেশ সময় অনুযায়ী অনেকেই জানতে চান। তাই আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা দলের পরবর্তী ম্যাচ কবে।
আপনারা জেনে খুশি হবেন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হলো চিলির বিপক্ষে আর এই ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর ম্যাচ। চিলি বনাম আর্জেন্টির ম্যাচটি আগামী ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটির সময় ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হলে এখানে আপডেট দেওয়া হবে।
আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ কবে প্রতিনিয়ত এই পোস্টের মাধ্যমে আপডেট দেওয়া হবে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব আর্জেন্টিনা ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর খেলা লাইভ দেখার বিভিন্ন উপায় রয়েছে। আপনি যদি চান ফিফার ওয়েবসাইট থেকে লাইভ দেখতে পারবেন। তাছাড়া আর্জেন্টিনা স্পোর্টস টিভি চ্যানেল TYC Sports ও খেলা লাইভ দেখা যাবে।
মোবাইল বা স্মার্ট টিভিতে বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ আর্জেন্টিনার খেলা লাইভ দেখা যাবে। মোবাইল বা স্মার্ট টিভিতে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব খেলা লাইভ দেখা যাবে অ্যাপসের মাধ্যমে। Sportzfy app ও Hd Streamz app এর মাধ্যমে লাইভ খেলা দেখা যাবে।
HD Streamz, Sportzfy app ডাউনলোড করার নিয়ম
HD Streamz app এবং Sportzfy app ব্যবহার করে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব আর্জেন্টিনার ম্যাচ লাইভ দেখা যাবে। HD Streamz ও Sportzfy অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে Google Chrome Browser থেকে সার্চ করতে হবে HD Streamz অথবা Sportzfy app তারপর যে কোন লিংকে গিয়ে ডাউনলোড করা যাবে অ্যাপ দুইটি।
অ্যাপ ডাউনলোড করার পর মোবাইল বা স্মার্ট টিভিতে ইনস্টল করতে হবে৷ ইনস্টল করার পর ওপেন করে যে দিন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর খেলা থাকবে ঐ দিন দেখতে পারবেন।
আর্জেন্টিনা স্কোয়াড বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬
ডিফেন্ডার – রোমেরো, মার্কোস সেনেসি, লুকাস এসকুইভেল, জুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান পেজেলা এবং নিকোলাস ট্যাগলিয়াফিকো।
গোলরক্ষক – এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিটেজ এবং জুয়ান মুসো।
মিডফিল্ডার – এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগেজ, থিয়াগো আলমাদা, ফ্যাকুন্ডো বুওনানোটে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ব্রুনো জাপেলি।
শেষকথা- উপরে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ এর আর্জেন্টিনা দলের সকল খেলার সময়সূচি দেওয়া আছে। অনেক ম্যাচের ভেন্যু ও সময় দেওয়া নাই যখন ভেন্যু ও সময় প্রকাশিত করা হবে তখন আপডেট দেওয়া হবে।