লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সময়সূচি | Legends League Cricket 2023 Schedule

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সময়সূচি প্রকাশিত হয়েছে। অনেক ক্রিকেট প্রেমি ক্রিকেটের মহাতারকাদের এই আসর দেখার জন্য অধির আগ্রহ নিয়ে বসে আছেন। কারণ Legends League Cricket (LLC) 2023 তে অংশগ্রহণ করা দলগুলোতে ক্রিকেটের অনেক মহাতারকা দের দেখা যায়। যারা এক সময় ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সময়সূচি
লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সময়সূচি

তাহলে চলুন কথা না বাড়িয়ে Legends League Cricket (LLC) 2023 কারা অংশগ্রহণ করছে কবে হচ্ছে খেলা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ | Legends League Cricket 2023

Legends League Cricket 2023 আসর আগামী ১৯ নভেম্বর ২০২৩ থেকে ভারতের মাঠিতে অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে এই লিগ চলবে ৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। নিচে লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়া হলো।

সময়সূচি ১৯ নভেম্বর ২০২৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত
নিয়ন্ত্রণকারী সংস্থা এবসুলেট লিজেন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড
ক্রিকেট ফরম্যাট টি-টোয়েন্টি
টুর্নামেন্ট ফরম্যাট ডাবল রাউন্ড রবিন এবং প্লে অফস
দল ৬ টি
আয়োজক ভারত
ম্যাচ ১৯ টি
অফিসিয়াল ওয়েবসাইট llct20.com

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ ভেন্যু

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসর ভারতে আয়োজিত হবে। ভারতের মেট ৫ টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিচে লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসরের ভেন্যুর তালিকা দেওয়া হলো,

  • মৌলানা আজাদ স্টেডিয়াম, জম্মু।
  • ড. ওয়াইএস রাজাশেকর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম।
  • লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়াম, সুরাট, গুজরাট, ভারত।
  • জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি, ঝাড়খণ্ড।
  • রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন, উত্তরাখণ্ড।

এই পাঁচটি ভেন্যুতে মূলত লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সবগুলো ম্যাচ খেলা হবে।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ দল

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ বা (LLC2023) আসরে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। নিচে লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসরে অংশ নেওয়া দলগুলোর তালিকা দেওয়া হলো,

  • ইন্ডিয়া ক্যাপিটালস
  • ভিলওয়ারা কিংস
  • মনিপাল টাইগার্স
  • গুজরাট জায়ান্টস
  • আরবান রাইজার হায়দ্রাবাদ
  • সাউদার্ন সুপার স্টারস

এই ৬ দলকে নিয়ে ২০২৩ লিজেন্ড লিগ ক্রিকেট আসর অনুষ্ঠিত হবে।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সময়সূচি: Legends League Cricket 2023 Schedule

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসর আগামী ১৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিচে লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসরের সবগুলো ম্যাচের সময়সূচি দেওয়া হলো,

তারিখ ম্যাচ ডিটেইলস সময়
১৯ নভেম্বর ২০২৩ ইন্ডিয়া ক্যাপিটলস বনাম ভিলওয়ারা কিংস, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি ৭:৩০ পিএম
২০ নভেম্বর ২০২৩ মনিপাল টাইগার্স বনাম গুজরাট জায়ান্টস, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি ৭:৩০ পিএম
২১ নভেম্বর ২০২৩ আরবান রাইজার হায়দ্রাবাদ বনাম সাউদার্ন সুপার স্টারস, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি ৭:৩০ পিএম
২২ নভেম্বর ২০২৩ গুজরাট জায়ান্টস বনাম ভিলওয়ারা কিংস, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি ৭:৩০ পিএম
২৩ নভেম্বর ২০২৩ ইন্ডিয়া ক্যাপিটলস বনাম সাউদার্ন সুপার স্টারস, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি ৩:৩০ পিএম
২৪ নভেম্বর ২০২৩ ভিলওয়ারা কিংস বনাম মনিপাল টাইগার্স, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন ৭:৩০ পিএম
২৫ নভেম্বর ২০২৩ সাউদার্ন সুপার স্টারস বনাম ইন্ডিয়া ক্যাপিটলস, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন ৭:৩০ পিএম
২৬ নভেম্বর ২০২৩ গুজরাট জায়ান্টস বনাম আরবান রাইজার হায়দ্রাবাদ, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন ৩:৩০ পিএম
২৭ নভেম্বর ২০২৩ মনিপাল টাইগার্স বনাম সাউদার্ন সুপার স্টারস, মৌলানা আজাদ স্টেডিয়াম, জম্মু ৭:৩০ পিএম
২৯ নভেম্বর ২০২৩ সাউদার্ন সুপার স্টারস বনাম ভিলওয়ারা কিংস, মৌলানা আজাদ স্টেডিয়াম, জম্মু ৭:৩০ পিএম
৩০ নভেম্বর ২০২৩ ইন্ডিয়া ক্যাপিটলস বনাম গুজরাট লায়ন্স, মৌলানা আজাদ স্টেডিয়াম, জম্মু ৭:৩০ পিএম
১ ডিসেম্বর ২০২৩ ভিলওয়ারা কিংস বনাম আরবান রাইজার হায়দ্রাবাদ, মৌলানা আজাদ স্টেডিয়াম, জম্মু ৩:৩০ পিএম
২ ডিসেম্বর ২০২৩ ইন্ডিয়া ক্যাপিটলস বনাম মনিপাল টাইগার্স, ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম ৭:৩০ পিএম
৩ ডিসেম্বর ২০২৩ গুজরাট জায়ান্টস বনাম সাউদার্ন সুপার স্টারস,  ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম ৭:৩০ পিএম
৪ ডিসেম্বর ২০২৩ মনিপাল টাইগার্স বনাম আরবান রাইজার হায়দ্রাবাদ, ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম ৭:৩০ পিএম
৫ ডিসেম্বর ২০২৩ Qualifier 1 – Rank 1 বনাম Rank 2, লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়াম, সুরাট, গুজরাট ৭:৩০ পিএম
৬ ডিসেম্বর ২০২৩ Eliminator – Rank 3 বনাম Rank 4, লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়াম, সুরাট, গুজরাট ৭:৩০ পিএম
৭ ডিসেম্বর ২০২৩ Qualifier 2 – কলিফায়ার ১ জয়ী বনাম এলিমিনেটর পরাজিত দল, লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়াম, সুরাট, গুজরাট 7:30 PM
৯ ডিসেম্বর ২০২৩ ফাইনাল, লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়াম, সুরাট, গুজরাট 7:30 PM

বি: দ্র: সবগুলো ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ সব দলের স্কোয়াড

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসরকে সামনে রেখে সবগুলো দল তাদের স্কোয়াড সাজিয়েছে। নিচে একনজরে দেখে নিন লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ আসরে অংশগ্রহণ করা দলগুলোর স্কোয়াড কেমন হয়েছে,

ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

গৌতম গম্ভীর (অধিনায়ক), দিলহারা ফার্নান্দো, কার্ক এডওয়ার্ডস, ঈশ্বর পান্ডে, হাশিম আমলা, কেভিন পিটারসেন, কেপি আপান্না, মুনাফ প্যাটেল, ইয়ালাকা জ্ঞানেশ্বর রাও, যশপাল সিং, ভারত চিপলি, প্রবীণ তাম্বে, অ্যাশলে নার্স, মরনে ভ্যান উইক, মরিচা থেরন, বেন রবার্ট ডাঙ্ক, রিকার্ডো পাওয়েল ও ফিদেল এডওয়ার্ডস।

গুজরাট জায়ান্টস স্কোয়াড স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

পার্থিব প্যাটেল (অধিনায়ক),
এস. শ্রীশান্ত, সরবজিৎ লাড্ডা, দিশান্ত ইয়াগনিক, ডেন পিডট, সুলেমান বেন, নাথান রিয়ার্ডন, রায়দ রায়ান এমরিত, আহমেদ রাজা, অভিষেক ঝুনঝুনওয়ালা, চেরাগ খুরানা, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, ক্রিস গেইল, কেভিন ও’ব্রায়েন, এলটন চিগুম্বুরা, রিচার্ড লেভি, লিয়াম প্লাঙ্কেট ও সিক্কুগে প্রসন্ন।

মনিপাল টাইগার্স স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

হরভজন সিং (অধিনায়ক), মোহাম্মদ কাইফ, চ্যাডউইক ওয়ালটন, মিচেল ম্যাকক্লেনাঘান, পারবিন্দর আওয়ানা, প্রবীণ গুপ্ত, কাইল কোয়েৎজার, এস. বদ্রীনাথ, ইমরান খান, প্রবীন কুমার, কোরি অ্যান্ডারসন, থিসারা পেরেরা, রবিন উথাপ্পা, হ্যামিল্টন মাসাকাদজা, ডেভিড হোয়াইট, অমিতোজ সিং, পঙ্কজ সিং ও কলিন ডি গ্র্যান্ডহোম।

সাউদার্ন সুপার স্টার স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আব্দুর রাজ্জাক, জেসি রাইডার, ক্যামেরন হোয়াইট, আমিলা আপনসো, পঙ্কজ কুমার রাও, রাজেশ বিষ্ণোই, অমিত ভার্মা, তন্ময় শ্রীবাস্তব, ফারভিজ মারুফ, রস টেলর, জোহান বোথা, শ্রীবৎস গোস্বামী, সুরঙ্গা লাকমল, মানবিন্দর বিসলা, অশোক দিন্দা, বিপুল শর্মা, আন্দ্রে ম্যাকার্থি ও রমিজ খান।

আরবানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

সুরেশ রায়না (অধিনায়ক), মার্টিন গাপটিল, মোহনীশ মিশ্র, ক্রিস্টোফার এমপোফু, পবন সুয়াল, জেরোম টেলর, সুদীপ ত্যাগী, যোগেশ নগর, শিবকান্ত শুক্লা, দেবেন্দ্র বিশু, প্রজ্ঞান ওঝা, তিরুমালাসেট্টি সুমন, মিলিন্দ কুমার, ডোয়ানি স্মিথ, পিটার ট্রেগো, চামারা কাপুগেদের, মরনে মরকেল, স্টুয়ার্ট বিনি, আসগর আফগান, টিনো সেরা ও অমিত পাউনিকর।

ভিলওয়ারা কিংস স্কোয়াড লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩

ইরফান পাঠান (অধিনায়ক), ইকবাল আব্দুল্লাহ, পিনাল শাহ, উইলিয়াম পোর্টারফিল্ড, টিম মুরতাঘ, ক্রিস্টোফার বার্নওয়েল, অনুরীত সিং, জেসাল কারিয়া, সলোমন মিরে, লেন্ডল সিমন্স, ধম্মিকা প্রসাদ, সমৃদ্ধ, রাহুল শর্মা, তিলকরত্নে দিলশান, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন ও রায়ান সাইডবটম।

লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ লাইভ

লিজেন্ড লিগ ২০২৩ আসরের সবগুলো ম্যাচ টিভিতে লাইভ দেখা যাবে। ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস নেটওয়ার্ক লিজেন্ড লিগ ক্রিকেট ২০২৩ এর সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে। ভারত ছাড়াও বাংলাদেশে এই লিগ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। তাছাড়া ডিজনি+ হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি ফ্যানকোডেও দেখা যাবে লিজেন্ড লিগ ২০২৩ লাইভ খেলা।

Leave a Comment