ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, 2023 FIFA U-17 World Cup Schedule

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, 2023 FIFA U-17 World Cup Schedule সময়সূচি সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। কারণ ফুটবল হলো মানুষের সবচেয়ে পছন্দের খেলা আর যখন এই খেলাটির বিশ্বকাপের মতো আসর আসে তখন কোটি কোটি ফুটবল প্রেমিদের মাঝে আগ্রহ বেড়ে যায়। তবে এবার অনুষ্ঠিত বিশ্বকাপ আসরটি হলো ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। প্রতি দুই বছর পরপর ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর বসে। এই আসরে অনূর্ধ্ব ১৭ দল অংশগ্রহণ করে।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, 2023 FIFA U-17 World Cup Schedule
ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, 2023 FIFA U-17 World Cup Schedule

আজকের এই পোস্টের মাধ্যমে ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ, 2023 FIFA U-17 World Cup

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ আসর আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার মাঠিতে অনুষ্ঠিত হবে। ফিফার সদস্য ভুক্ত সকল দেশ থেকে বাছাইকৃত দেশসমূহ হতে অনূর্ধ্ব ১৭ দল অংশগ্রহণ করবে এই আসরে। এটি হলো ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ১৯ তম আসর। নিচে সংক্ষিপ্ত করে 2023 FIFA U-17 World Cup সম্পর্কে ধারণা দেওয়া হলো। একনজরে দেখুন ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সম্পর্কে।

টুর্নামেন্ট ডিটেইলস
আয়োজক দেশ ইন্দোনেশিয়া
সময়সূচি ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত
দল ২৪ টি
ভেন্যু ইন্দোনেশিয়ার ৪ টি শহর

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ আসর বা ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ১৯তম আসর এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়া এই প্রথম বারের মতো ফিফা কোন টুর্নামেন্ট আয়োজন করবে। আর ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ২০২৩ আসর নিয়ে এখনো পর্যন্ত মোট ৬ বার এশিয়ায় বসবে এই আসর।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ ভেন্যু

ফুটবল এসোসিয়েশন অফ ইন্দোনেশিয়ার তথ্য মতে ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ ইন্দোনেশিয়ার মোট ৮ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো,

  • Gelora Bung Karno Stadium
  • Gelora Bung Tomo Stadium
  • Jalak Harupat Stadium
  • Manahan Stadium
  • Kapten I Wayan Dipta Stadium
  • Gelora Sriwijaya Stadium
  • Jakarta International Stadium
  • Pakansari Stadium

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ আসরের জন্য এই স্টেডিয়াম গুলো সিলেকশন করা হয়েছে।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ দল

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ আসরে মোট ২৪ টি দল অংশগ্রহণ করবে। নিচে দলগুলোর তালিকা দেওয়া হলো,

ইন্দোনেশিয়া, ইকুয়েডর, পানামা, মরক্কো, স্পেন, কানাডা, মালি, উজবেকিস্তান, আইআর ইরান, ব্রাজিল, ইংল্যান্ড, নতুন ক্যালেডোনিয়া, জাপান, পোল্যান্ড, আর্জেন্টিনা, সেনেগাল, ফ্রান্স, বুরকিনা ফাসাও, আমেরিকা, কোরিয়া রিপাবলিক, মেক্সিকো, ভেনিজুয়েলা, র্জামানি ও নিউজিল্যান্ড।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ গ্রুপ

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ আসরে অংশগ্রহণ করা দলগুলোকে মোট ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যার মধ্যে স্বাগতিক দল ইন্দোনেশিয়া পড়েছে Group A তে। নিচে গ্রুপ অনুযায়ী ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ এ অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো,

Group A: ইন্দোনেশিয়া, ইকুয়েডর, পানামা ও মরক্কো।

Group B: স্পেন, কানাডা, মালি ও উজবেকিস্তান।

Group C: আইআর ইরান, ব্রাজিল, ইংল্যান্ড ও নতুন ক্যালেডোনিয়া।

Group D: জাপান, পোল্যান্ড, আর্জেন্টিনা ও সেনেগাল।

Group E: ফ্রান্স, বুরকিনা ফাসাও, আমেরিকা ও কোরিয়া রিপাবলিক।

Group F: মেক্সিকো, ভেনিজুয়েলা, র্জামানি ও নিউজিল্যান্ড।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, 2023 FIFA U-17 World Cup Schedule

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ ইন্দোনেশিয়ায় আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিচে 2023 FIFA U-17 World Cup এর সময়সূচি দেওয়া হলো।

পানামা বনাম মরক্কো, ১০ নভেম্বর, সময় ৩:০০পিএম।

মালি বনাম উজবেকিস্তান, ১০ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ইন্দোনেশিয়া বনাম ইকুয়েডর, ১০ নভেম্বর, সময় ৬:০০পিএম।

স্পেন বনাম কানাডা, ১০ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ইংল্যান্ড বনাম নিউ ক্যালেডোনিয়া, ১১ নভেম্বর, সময় ৩:০০পিএম।

জাপান বনাম পোল্যান্ড, ১১ নভেম্বর, সময় ৩:০০পিএম।

আর্জেন্টিনা বনাম সেনেগাল, ১১ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ব্রাজিল বনাম ইরান, ১১ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ফ্রান্স বনাম বুরকিনা ফাসাও, ১২ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ভেনিজুয়েলা বনাম নিউজিল্যান্ড, ১২ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ইউএসএ বনাম সাউথ কোরিয়া, ১২ নভেম্বর, সময় ৬:০০পিএম।

মেক্সিকো বনাম র্জামানি, ১২ নভেম্বর, সময় ৬:০০পিএম।

স্পেন বনাম মালি, ১৩ নভেম্বর, সময় ৩:০০পিএম।

মরক্কো বনাম ইকুয়েডর, ১৩ নভেম্বর, সময় ৩:০০পিএম।

কানাডা বনাম উজবেকিস্তান, ১৩ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ইন্দোনেশিয়া বনাম পানামা, ১৩ নভেম্বর, সময় ৬:০০পিএম।

নিউ ক্যালেডোনিয়া বনাম ব্রাজিল, ১৪ নভেম্বর, সময় ৩:০০পিএম।

সেনেগাল বনাম পোল্যান্ড, ১৪ নভেম্বর, সময় ৩:০০পিএম।

জাপান বনাম আর্জেন্টিনা, ১৪ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ইরান বনাম ইংল্যান্ড, ১৪ নভেম্বর, সময় ৬:০০পিএম।

যুক্তরাষ্ট্র বনাম বুরকিনা ফাসাও, ১৫ নভেম্বর, সময় ৩:০০পিএম।

মেক্সিকো বনাম ভেনিজুয়েলা, ১৫ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ফ্রান্স বনাম দক্ষিণ কোরিয়া, ১৫ নভেম্বর, সময় ৬:০০পিএম।

নিউজিল্যান্ড বনাম র্জামানি, ১৫ নভেম্বর, সময় ৬:০০পিএম।

উজবেকিস্তান বনাম স্পেন, ১৬ নভেম্বর, সময় ৩:০০পিএম।

কানাডা বনাম মালি, ১৬ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ইকুয়েডর বনাম পানামা, ১৬ নভেম্বর, সময় ৬:০০পিএম।

মরক্কো বনাম ইন্দোনেশিয়া, ১৬ নভেম্বর, সময় ৬:০০পিএম।

সেনেগাল বনাম জাপান, ১৭ নভেম্বর, সময় ৩:০০পিএম।

পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, ১৭ নভেম্বর, সময় ৩:০০পিএম।

ইরান বনাম নিউ ক্যালেডোনিয়া, ১৭ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ইংল্যান্ড বনাম ব্রাজিল, ১৭ নভেম্বর, সময় ৩:০০পিএম।

র্জামানি বনাম ভেনিজুয়েলা, ১৮ নভেম্বর, সময় ৩:০০পিএম।

বুরকিন ফাসাউ বনাম দক্ষিণ কেরিয়া, ১৮ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ফ্রান্স বনাম যুক্তরাষ্ট্র, ১৮ নভেম্বর, সময় ৬:০০পিএম।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ রাউন্ড ১৬ সময়সূচি

TBD বনাম TBD, ২০ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২০ নভেম্বর ৬:০০পিএম

TBD বনাম TBD, ২১ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২১ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২১ নভেম্বর ৬:০০পিএম

TBD বনাম TBD, ২১ নভেম্বর ৬:০০পিএম

TBD বনাম TBD, ২২ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২২ নভেম্বর ৬:০০পিএম

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ২০২৩ কোয়ার্টার ফাইনাল সময়সূচি

TBD বনাম TBD, ২৪ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২৪ নভেম্বর ৬:০০পিএম

TBD বনাম TBD, ২৫ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২৫ নভেম্বর ৬:০০পিএম

সেমিফাইনাল সময়সূচি

TBD বনাম TBD, ২৮ নভেম্বর ২:৩০পিএম

TBD বনাম TBD, ২৮ নভেম্বর ৬:০০পিএম

তৃতীয়স্থান নির্ধারনী

TBD বনাম TBD, ১ ডিসেম্বর ৬:০০পিএম

ফাইনাল

TBD বনাম TBD, ২ ডিসেম্বর, ৬:০০পিএম

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা

২০২৩ ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আগে এখনো পর্যন্ত ১৮ টি আসর খেলা হয়েছে এই টুর্নামেন্টের। নিচে ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা দেওয়া হলো।

১৯৮৫: নাইজেরিয়া
১৯৮৭: সোভিয়েত ইউনিয়ন
১৯৮৯: সৌদি আরব
১৯৯১: ঘানা
১৯৯৩: নাইজেরিয়া
১৯৯৫: ঘানা
১৯৯৭: ব্রাজিল
১৯৯৯: ব্রাজিল
২০০১: ফ্রান্স
২০০৩: ব্রাজিল
২০০৫: মেক্সিকো
২০০৭: নাইজেরিয়া
২০০৯: সুইজারল্যান্ড
২০১১: মেক্সিকো
২০১৩: নাইজেরিয়া
২০১৫: নাইজেরিয়া
২০১৭: ইংল্যান্ড
২০২৯: ব্রাজিল
২০২৩:?

Leave a Comment